কোভিড -১৯ আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ভর্তি করা হলো বড়মা করোনা হাসপাতালে

0
85

নিজস্ব সংবাদ,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। যার ফলে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন করে ৬ জন পরিযায়ী শ্রমিক করোনাতে আক্রান্ত হয়েছে।ওই ৬ জন পরিযায়ী শ্রমিককে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচগ্রাম বড় মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের বাসুদেবপুর অঞ্চলের কামালডিহি গ্রামের তিনজন পরিযায়ী শ্রমিক করোনাতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে। তারা দিল্লিতে কাজ করতো বলে খবর। দিল্লি থেকে ফেরার পর তাদের চিকিৎসার সময় করোনা সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুন:দক্ষিণ দিনাজপুরে আবারও সন্ধান মিলল ২ করোনা আক্রান্তের

বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন ওই গ্রামটি সিল করে দেওয়া হয়েছে। ওই গ্রামের প্রতিটি মানুষকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। গ্রামবাসীদের যা কিছু প্রয়োজন তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অপরদিকে কেশপুর ব্লকের তিনজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে ফেরার পর তাদেরও করোনা ধরা পড়ে। সেই তিনজনকে বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গিরিশচন্দ্র বেরা বলেন, ছয় জন পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের বড়মা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুটি গ্রামকে সিল করে দেওয়া হয়েছে। ওই দুটি গ্রামের সকলকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ওই ছয়জনের সংস্পর্শে আসা এবং তাদের পরিবারের সকলকে কোয়ারান্টাইন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও বলা হয়েছে। সেই সঙ্গে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের কাছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here