মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র। প্রকৃতিক দুর্যোগ কেড়েছে বহু প্রাণ। মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টির ফলে বন্যা ও তার জেরে ভূমিধসে গতকাল সন্ধ্যা পর্যন্ত সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ১৩৬ জন। ইতিমধ্যেই ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহারাষ্ট্রের ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
মহারাষ্ট্রের রায়গড়ের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। জানা গিয়েছে লাগাতার বৃষ্টির জেরে জেলার নানা প্রান্তে ধস নামতে শুরু করেছে। তাতে প্রাণ গিয়েছে বহু মানুষের। রায়গড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দুর্গতদের উদ্ধার কাজে হাত লাগিয়েছেন পুলিশ কর্মীরা। বন্যা ও ধস কবলিত এলাকা থেকে অনেককে উদ্ধারও করেছেন তাঁরা। পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে খবর।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধস, মৃত ৩৬
শনিবার সকালে রায়গড় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। জানা গিয়েছে, রায়গড়ে যাবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। ইতিমধ্যেই প্রায় ৯০ হাজার মানুষকে ৭ জেলা থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ জম্মুতে বড়সড় নাশকতার ছক! গুলি করে ‘পাক’ ড্রোন নামাল পুলিশ
অন্যদিকে, লাগাতার বৃষ্টির কারণে বিপদ বাড়ছে কোলাপুর জেলারও। স্থানীয় নদী পঞ্চগঙ্গা-তে বাড়ছে জলস্তর। বৃহস্পতিবার রাতেই বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নদীর জলস্তর। এরই মধ্যে মাহাডে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার তথা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে পাঠায় মহারাষ্ট্র সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584