মনিরুল হক, কোচবিহারঃ
কালীপূজার মুখে ফের বড়সড় সাফল্য কোচবিহার কোতোয়ালী থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে জুয়ার ঠেক থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রাহুল মিয়া (১৮), বিনোদ ঠাকুর ( ৩৫), মোস্তফা মিয়া (৩৫), হাবিবর মিয়া (৫৫), জাকির হোসেন (৪০), মাহিদুল হক( ৩৮), আলতাফ রহমান ( ১৮), আলতাফ হোসেন ( ৩৪), রুপেশ্বর বর্মন( ৩২), নদ্দা মিয়া (৫১), অধীর বর্মণ (৩৫), হিরেন বর্মন (৪৭), হাকীদুল মিয়া( ৪২), সামছুল হক(৪০)। তাদের বাড়ি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়।
আরও পড়ুনঃ চোর অপবাদে গণপিটুনি গ্রামবাসীর, চিকিৎসাধীন অভিযুক্ত
এদিন কোচবিহার কোতোয়ালী থানার আইসি সোম্যজিৎ রায় জানান, দীর্ঘদিন ধরে আমাদের এই অভিযান চলছে। কালী পুজোর প্রাক মুহূর্তে শহর ও তার আশপাশের এলাকাগুলিতে জুয়ার ঠেকে হানা দিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ২০,২৭০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। আজ তাঁদের জেলা আদালতে তোলা হবে। জেলায় জুয়ার ঠেক রুখতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলায় জুয়া ও মদের ঠেকের বাড়বাড়ন্ত রুখতে এধরনের অভিযান আরও চলবে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584