ওয়েবডেস্কঃ
পাঁচতলা থেকে পড়েও বেঁচে গেল ১৪ মাসের শিশু। ঘটনাটি মুম্বাইয়ের গোপী কৃষ্ণ নামক এক বহুতল আবাসনের। ঐ আবাসনের এক ফ্ল্যাটে বসবাস করেন ছোট্ট শিশু অথর্বের মা-বাবা জ্যোতি এবং অজিতের পরিবার। বৃহস্পতিবার জানালা খুলে জামা-কাপড় মেলতে গিয়ে জানলা ঠিক করে বন্ধ করতে ভুলে যান অজিত বাবুর মা। সেই সময় ড্রয়িং রুমে খেলতে খেলতে ছোট্ট অথর্ব জানালা দিয়ে পাঁচ তলা থেকে পড়ে যায় নীচে।
ছুটে এসে সবাই যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। চোট পেলেও জ্ঞান রয়েছে অথর্বের। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তাররাও জানিয়েছেন চোট তেমন গুরুতর নয়।
কিন্তু এই অবিশ্বাস্য ঘটনার পিছনে রয়েছে সেই বহুতল আবাসনের এক গাছ। সেই গাছের ডালেই সে পড়ে, তারপর মাটিতে। তাই সে বেঁচে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584