ভারতের চাকরি প্রার্থীদের ৯০০ মিলিয়ন বীতশ্রদ্ধ, বন্ধই করেছেন চাকরির খোঁজ- CMIE রিপোর্টে প্রকাশ

0
68

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

বড় সমস্যার মুখে পড়তে চলেছে ভারতের যুব সমাজ। চাকরির পরিস্থিতি এতটাই খারাপ যে পছন্দসই চাকরির খোঁজ না পেয়ে ধীরে ধীরে চাকরি খোঁজাই বন্ধ করে দিচ্ছেন শিক্ষিত যুব সমাজের একটা বড় অংশ, এমনই সতর্কবার্তা দিলো সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি নামে মুম্বাইয়ের এক বেসরকারি গবেষণা সংস্থা।

CMIE-র তথ্য অনুযায়ী, ২০১৭ -২০২২ সাল পর্যন্ত চাকরিজীবীর হার ৪৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা আরো ভয়াবহ। অন্তত ২১ মিলিয়ন মহিলা কর্মী চিরতরে কর্মজগৎ ছেড়েছেন। চাকরি করার মত যোগ্য মহিলা জনসংখ্যার মধ্যে মাত্র ৯ শতাংশ তাঁদের যোগ্য চাকরি করছেন অথবা চাকরি খুঁজছেন। CMIE-এর তথ্য অনুযায়ী ৯০০ মিলিয়ন ভারতীয় যাঁরা প্রাপ্তবয়স্ক তাদের অর্ধেকের বেশি অংশ আর চাকরি খুঁজছেন না। উল্লেখ্য, আমেরিকা ও রাশিয়া দুই দেশের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৯০০ মিলিয়ন।

 

Symbolic image
প্রতীকী ছবি

 

প্রখ্যাত অর্থনীতিবিদ, কুনাল কুন্ডু বলেন, ” ভারত মাঝারি মানের রোজগারের ফাঁদেই আটকে যাবে যেখানে আবার মাথা চাড়া দেবে অসাম্য।” রিপোর্টে বলা হয়েছে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়কে ‘অমৃত কাল’ বা ভারতের উন্নতির স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তবে ম্যাকেন্জি গ্লোবাল ইনস্টিটিউট-এর ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতকে অন্তত ৯০ মিলিয়ন নন ফার্ম চাকরি তৈরি করতে হবে, তার জন্য দেশের বাৎসরিক জিডিপির হার ৮% থেকে ৮.৫% হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ

বহরমপুরে মঞ্চ থেকে তৃণমূলকে তুলধোনা সুকান্ত মজুমাদারের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here