ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা এখনও উর্ধ্বমুখী। বাড়লো আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা এই তথ্য জানান।

গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিলো ৭ আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব জানান যে, বর্তমানে মৃত্যুর সংখ্যা ১০।করোনার জেরে ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশেষজ্ঞ কমিটি।
রাজীব বাবু বলেন, বুধবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩২। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। একইসঙ্গে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এছাড়াও ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে রাজ্যে এখন চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584