ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিল আমেরিকা-
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতের কিছু শহরের হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না মার্কিন নাগরিকরা, এখনো বিমান পরিষেবা চলছে সেগুলি ধরে দেশে ফিরুন মার্কিন নাগরিকরা।
করোনার আক্রমণের ধাক্কায় বিপর্যস্ত ভারত। দৈনিক সংক্রমণ প্রায় ৪ লক্ষ ছুঁয়েছে যা করোনার ইতিহাসে সারা বিশ্বে সর্বাধিক। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভয়াবহ এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, লেভেল ৪ অ্যাডভাইসরি জারি করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে, যা বিদেশ দফতরের সর্বোচ্চ নির্দেশ।বিদেশ দফতর জানিয়েছে, ভারত-আমেরিকার মধ্যে দৈনিক ১৪টি সরাসরি বিমান যাতায়াত করে। এছাড়া ইউরোপ হয়ে যায় এরকম বেশ কয়েকটি বিমান পরিষেবা রয়েছে। এই মুহূর্তে বিমান পরিষেবা চালু রয়েছে, তাই মার্কিন নাগরিকদের অনুরোধ করা হয়েছে দ্রুত যেন তাঁরা ভারত ছেড়ে দেশে ফিরে যান।
এছাড়া মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, ভারতের বেশ কিছু শহরে করোনা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থাকলেও শয্যার অভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। তবে মার্কিন দূতাবাসের তরফে হাসপাতালে বেডের অভাব নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোন তথ্য দেওয়া হয়নি যে কারা কোথায় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। ভারত ছাড়ার পর মার্কিন নাগরিকদের আমেরিকা কিভাবে সাহায্য করবে তাও স্পষ্ট করে বলা নেই নির্দেশিকায়। এমন কি দেশে ফেরার পর তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হবে কি না তাও জানানো হয়নি। কাজেই এই নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন তাঁরাও।
বৃহস্পতিবার ভারতের দৈনিক মৃত্যু ছাড়িয়েছে তিন হাজার, যা এই প্রথমবার হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৭৯,২৫৭ জন৷ মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের ৷ করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন৷ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584