ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার বক্তব্য রাখতে এসে শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে সন্ত্রাসবাদেরই আরেক রূপ বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। এদিনের বক্তব্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে মার্কিন সাংসদদের সতর্ক করে রাষ্ট্রপতি বলেন, “দেশের সুরক্ষার ক্ষেত্রে বিদেশি শক্তির থেকেও দেশের অভ্যন্তরের শ্বেতাঙ্গ আধিপত্যবাদ অনেক বড় বিপদ। এমনকি গোয়েন্দা সংস্থাগুলির মতেও এই মুহূর্তে দেশের জন্য সবথেকে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, যা এক ধরণের সন্ত্রাসবাদই। দেশের আত্মায় যে শ্বেত সন্ত্রাসের ক্ষত তৈরি হয়েছে তা সারিয়ে তুলতে হবে।”
মার্কিন কংগ্রেসে নিজের প্রথমবারের ভাষণে ক্যাপিটল বিল্ডিং হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “ ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ছবি আমরা কেউই ভুলিনি।সেই হামলায় চারজনের প্রাণ চলে গিয়েছে, প্রাণ সংশয় হয়েছে আরও অনেকের। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিঃসন্দেহে সাহসিকতার নিদর্শনও প্রত্যক্ষ করেছি সকলে। ক্যাপিটল বিল্ডিং হামলায় আমরা সফল হয়েছি আমাদের গনতন্ত্রের অস্তিত্ব রক্ষায়।”
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জো বিডেন-কে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী ঘোষণার শংসাপত্র দিতে শুরু হয় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প সমর্থকরা হামলা চালালে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। হামলাকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। ট্রাম্পপন্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ, তাতেই মৃত্যু হয় চারজনের। অবশেষে ‘ন্যাশনাল গার্ড’ নামাতে হয় শান্তি বজায় রাখতে।
এমনকি সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়াও শুরু করা হয়, তবে ইমপিচমেন্ট প্রক্রিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়নি। কিন্তু গোটা ঘটনার মুলে ছিল ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ’, যা নিয়েই মার্কিন কংগ্রেসে নিজের প্রথম ভাষণে মার্কিন সাংসদদের সতর্ক করলেন রাষ্ট্রপতি জো বিডেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584