বেড়াতে গিয়ে ধস ও বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে আটকে ১৪ জন বাঙালি পর্যটক

0
75

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে আটকে পড়েছেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বর্ষণের কারণে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। জলের তোড়ে ভাঙছে রাস্তাও। এহেন পরিস্থিতিতেই আটকে পড়েছেন হাওড়া থেকে বেড়াতে যাওয়া ১৪ জন পর্যটক। দুর্গাপুজোর সপ্তমীর দিন হাওড়া থেকে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন ১৪ জনের একটি দল। হাওড়ার কোনা ও আমতার বাসিন্দা ওই ১৪ জন। সঙ্গে রয়েছেন কলকাতার ২ জন। সোমবার রাণীক্ষেত থেকে কাঠগোদামের দিকে যাওয়ার সময়ই কামচিধাম এলাকায় পাহাড়ি ধসের কবলে পড়েন তাঁরা। ফলে গাড়ির ভিতরে বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় তাঁদের। এরকম পরিস্থিতিতে সেখানকার একটি গ্রামে রাত কাটাতে হয় তাঁদের।

Uttarakhand Landslide
ছবি: সংগৃহীত

বুধবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু কাঠগোদাম স্টেশন থেকে ট্রেন ধরতে পারেননি তাঁরা। তাই বাড়ি ফেরা সম্ভব হচ্ছে না ওই বাঙালি পর্যটকদের পক্ষে। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে পরিবারের সদস্যরাও ওই ১৪ জনের সঙ্গে ফোনে কোনোরকমভাবে যোগাযোগ করতে পারছেন না। তাই প্রশাসনের কাছে পরিবারের অনুরোধ, উত্তরাখণ্ডে আটকে পড়া পর্যটকদের দ্রুত ফেরার ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফ থেকে।

আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টির জেরে ধস উত্তরাখণ্ডের নৈনিতালে, চলছে উদ্ধারকার্য

হাওড়ার পাশাপাশি উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টি, ধসে আটকে পড়েছেন হুগলি চুঁচুড়া পুরসভার ২৯ নং ওয়ার্ড বুড়ো শিবতলার বাসিন্দা চুমকি রায়ের পরিবার। গত ১৫ অক্টোবর পূর্বা এক্সপ্রেসে রওনা দিয়েছিলেন চুঁচুড়ার রায় পরিবার। এরপর ১৭ অক্টোবর কেদারে পৌঁছন চুমকি রায়, তাঁর স্বামী বিশ্বজিৎ রায় ও তাঁদের মেয়ে অন্বেষা। তাঁদের সঙ্গে ছিলেন আরও দু’জন বাঙালি পর্যটক, অরিজিৎ শীল ও সত্যব্রত মুখোপাধ্যায়।

Family stuck in kedarnath
ছবি সৌজন্যে : ফেসবুক (অরিজিৎ শীল)

প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হতেই পাহাড়ে ধস নেমেছে। চলছে উদ্ধারকাজ। কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে ঝড় হওয়ায় উদ্ধারকাজে বাধা পাচ্ছেন উদ্ধারকারী দল। কেদারনাথে যে হেলিকপ্টার সার্ভিস ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পাহাড়েই আটকে পড়েছেন চুমক দেবী, তাঁর স্বামী ও মেয়ে। এদিকে, তাঁদের সঙ্গী অরিজিৎ ও সত্যব্রত বাবু প্রাণের ঝুঁকি নিয়ে গৌরীকুন্ডে নেমে চলে এসেছেন। চুমকি দেবীদের কেদার থেকে বদ্রীনাথ, গুপ্তকাশি হয়ে লক্ষ্ণৌ পৌঁছে ২৪ তারিখ ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঝরাস্তাতেই দুর্যোগের মুখে পরতে হয়েছে তাঁদের। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে পাহাড়ে চুমকীদেবীদের এভাবে আটকে যাওয়ার ঘটনায় কার্যত উদ্বিগ্ন চুঁচুড়ার রায় পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here