অতি ভারী বৃষ্টির জেরে ধস উত্তরাখণ্ডের নৈনিতালে, চলছে উদ্ধারকার্য

0
76

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

অতি ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারী বৃষ্টির কারণে জলস্তর বেড়ে গিয়েছে। যার জেরে ধস নেমেছে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামগড়ের একটি গ্রামে। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেখানকার বাড়িগুলি। ধসের নীচে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা জেলা প্রশাসনের। চলছে উদ্ধারকাজ। ধসের নীচে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

Landslides
ছবি সৌজন্যে: এএনআই

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত রবিবার থেকে উত্তরাখণ্ডের নৈনিতাল-সহ বেশ কয়েকটি জেলায় রাতভর ভারী বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট জলে থৈ থৈ করছে। জলমগ্ন সেখানকার বাড়িগুলিও। নৈনিতালের বিভিন্ন জায়গায় এমনই জলযন্ত্রণার ছবি উঠে আসছে। সোমবারই প্রবল বৃষ্টির জেরে রাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের। এরপর আজ, মঙ্গলবার সকালে জলের তোড়ে ধস নেমেছে রাস্তায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬। এর মধ্যে শুধু মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ১১ জন। নিখোঁজ হয়েছেন বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুনঃ ভারতে এল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান Poseidon-8I

এছাড়াও, ঘরছাড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টায় রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন, আলমোরা-সহ বিভিন্ন জেলায় এনডিআরএফের ১০টি দল কাজ করেছে। এদিকে, প্রবল বর্ষণের জেরে ধসে পড়েছে একের পর এক বাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জেলাপ্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here