নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরবর্তী পর্যায়ে বছরের শেষে অস্ট্রেলিয়া সফর দিয়ে ক্রিকেট মরসুম শুরু করবে টিম ইন্ডিয়া। খেলবে দিন রাতের টেস্টও, গোলাপি বলের সেই টেস্ট তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে বললেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভুবি বলেন, “প্রত্যেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আগ্রহী। আমরা বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীদের অন্যতম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব। তবে গোলাপি বলে টেস্ট খেলা রীতিমতো চ্যালেঞ্জের হবে।
আরও পড়ুনঃ সৌরভদের চাপে পদত্যাগ সাবার
কারণ, অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্ট খেলতে অভ্যস্ত। অ্যাডিলেডে গোলাপি বলে খেলা বেশ মজার হতে চলেছে।“ ১৪ দিনের কোয়রান্টিনে থাকতে হবে সতর্কতা হিসেবে। একদিক দিয়ে আশীর্বাদই। আমাদের বোলিং বিশ্বের অন্যতম সেরা আশা করছি আগেরবারের মতো এবারও সিরিজ জিতে আসবো।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584