গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোন ভাবে তৈরি হচ্ছে না সেবকে দ্বিতীয় সেতু। বিভিন্ন দফতরে, নেতা নেত্রী, মন্ত্রীদের কাছে জানিয়েও আখেরে কোন লাভ হয়নি।
অবশেষে প্রায় ৩৭ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করলো ডুয়ার্স ফোরাম ফর রিফার্ম নামে মালবাজারের একটি সংস্থা। শনিবার সকাল ১১ টায় মালবাজার থেকে সেবক পর্যন্ত ৩৭ কিলোমিটার পদ যাত্রায় অংশগ্রহণ করেন প্রায় ৫০-৬০ জন সাধারণ মানুষ এবং সংস্থার কর্মীরা।
আরও পড়ুনঃ প্রতিবাদের অধিকার সবসময় ও সব জায়গার জন্য নয়ঃ সুপ্রিম কোর্ট
সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন,”দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা। এর আগে দ্বিতীয় সেতুর দাবিতে বাইক র্যালিও করেছি। অথচ কেও নজর দিচ্ছে না সেবকে দ্বিতীয় সেতুর জন্য। কিছুদিন আগে ভুটানে এবং উত্তরাখন্ডে দুটি সেতু ভেঙ্গে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই আমরা চাইছি সেবকের সেতু টাকে বাঁচিয়ে রেখে নতুন করে আর একটি সেতু তৈরি হোক। যাতে মানুষও বাঁচবে এবং করনেশন সেতুটিকেও বাঁচানো যায়।”
দুদিন আগে মালবাজারে এসেছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। তিনি সেদিন জানিয়েছেন, এব্যাপারে রাজ্য সরকার উদাসীন। কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিলেও রাজ্য সরকার ডি পি আর তৈরি করছে না। আর সেই কারণেই সেবকে তৈরি হচ্ছে না দ্বিতীয় সেতু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584