নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে একসাথে ১৫ জনের মহামারী ভাইরাসের আক্রান্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। কোলাঘাটের বিডিও মদন মন্ডল জানান, ব্লকে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তা নিয়ে তৎপর ব্লক প্রশাসন।
আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লক প্রশাসন, তাছাড়াও এলাকার মানুষের কথা মাথায় রেখে এলাকা জীবাণুমুক্ত করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকার মানুষকে ভাইরাসের প্রতি সতর্ক করেন।
আরও পড়ুনঃ কলকাতায় ফের ভুয়ো করোনা পরীক্ষার অভিযোগ, ধৃত যুবক
তবে যেভাবে মহামারী ভাইরাস একের পর এক থাবা ফেলছে গোটা রাজ্যে কার্যত সেই বিষয় নিয়ে কপালে ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসন থেকে রাজ্য স্বাস্থ্য দফতরের। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও তার সঙ্গে সুস্থতার হারও কম নয়, জানিয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে স্বাস্থ্য দফতরের আধিকারিক থেকে রাজ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584