ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:
ভারতীয় রেল আগামী পরশু ১২মে থেকে ধীরে ধীরে রেল পরিষেবা চালু করার ঘোষণা দিল। মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালু হবে।
Indian Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of trains
These trains will be run as special trains from New Delhi Station connecting 15 important cities of the countryhttps://t.co/tOvEFT1C8Z pic.twitter.com/dvdxKaxshM
— Ministry of Railways (@RailMinIndia) May 10, 2020
ভারতীয় রেলমন্ত্রক সূত্রে জানা গেছে সেই ট্রেনে সংরক্ষণের জন্য আগামীকাল ১১ই মে বিকেল ৪টে থেকে আইআরসিটিসি’র ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে।
এই ১৫ জোড়া বিশ্বাস ট্রেন রাজধানী দিল্লি থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যাত্রী পরিষেবা দেবে। স্টেশন গুলি হল ডিব্রুগড়, হাওড়া, পাটনা, আগরতলা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দ্রম, মুম্বাই সেন্ট্রাল, মারগাও, আমেদাবাদ ও জম্মু তাওয়াই।
আরও পড়ুন:বিদেশ ফেরত দুই তরুনের করোনা পজিটিভ, উদ্বিগ্ন কেরল সরকার
রেল মন্ত্রক সেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্রেনের সময়সূচি পরে জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584