নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারো সারা দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব শুরু হয়েছে। এর মধ্যেই কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এবার ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
সেই মত আজ অর্থাৎ ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হলো। রাজ্যের পাশাপাশি জেলাতেও দেওয়া হচ্ছে ভ্যাকসিন। আজ ভগবানগোলা ব্লক ২ -এর রানিতলা হাই স্কুল ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয়।
জানা গিয়েছে, আজ ৫০০ জন ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন নিতে ছাত্র ছাত্রীদের আগ্রহ লক্ষ্য করা যায়। ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকেই ছাত্র ছাত্রীরা লম্বা লাইন দেয়।
আরও পড়ুনঃ দিল্লি ও মুম্বাই থেকে আসা বিমান অবতরণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা, লাগু ৫ জানুয়ারি থেকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584