নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
মেদিনীপুর কলেজের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত বক্তৃতামালার শেষদিনে কলেজের সভাগৃহে বক্তব্য রাখেন তথ্যচিত্র নির্মাতা শ্রী রণজিৎ রায়। সভাগৃহে নাগাল্যান্ডের কনিয়াক উপজাতির অলং পরবের ওপর নির্মিত তার তথ্যচিত্র প্রদর্শিত হয়।
তারপর উপস্থিত শ্রোতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি। উঠে আসে ভারতের উত্তর পূর্বের এই উপজাতির জীবনচর্যার নানা দিক। আলোচনা হয় তাদের শিক্ষা, ধর্মাচরণ, সামাজিক আচার ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা আশা রাখেন যে রণজিৎ রায়ের এই তথ্যচিত্র ও বক্তব্য ছাত্রছাত্রীদের ভারতের লোকসংস্কৃতির প্রতি আগ্রহী করে ভুলবে। সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আজ অন্তিম দিন। গতকালের শিল্পী ইমন চক্রবর্তীর মন মাতানো গানের পর আজ শেষদিনে মূল আকর্ষণ প্রখ্যাত বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584