নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টি ক্রিয়ায় দূর্নীতির অভিযোগে গ্রেফতার ১৫

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টি ক্রিয়ায় জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কয়েকজন সদস্য-সহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

Nelson Mandela | newsfront.co

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি এবং মানি লন্ডারিং-এর অভিযোগ রয়েছে। তবে এ প্রসঙ্গে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে প্রায় সাত লক্ষ ডলার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগ উঠে আসে।

ইস্টার্ন কেপ এর কুনুতে, ২০১৩ সালের ডিসেম্বরে ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্যের। তাঁদের বিরুদ্ধে অভিযোগ মূলত এই মর্মে, যেসমস্ত অতিথি ওইদিন শোক জ্ঞাপন করতে এসেছিলেন তাদের পরিবহন খাতে ভুয়ো অর্থব্যয়ের হিসাব দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ চীনে নিষিদ্ধ বিবিসির সম্প্রচার

পাশাপাশি, ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হলেও আপাতত অভিযুক্তরা জামিন পেয়েছেন এবং মার্চ মাসের ৫ তারিখে তাঁদের মুক্তি পাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুনঃ জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা, নিহত ৫

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার অন্ত্যেষ্টিক্রিয়াতে এমন দুর্নীতি এবং জালিয়াতির খবরে হতবাক সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here