হাইকোর্টের কর্মী-অফিসারদের জন্য ১৫টি বিশেষ বাস বরাদ্দ দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের

0
155

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দীর্ঘ ২ মাস লকডাউনে বন্ধ হাইকোর্ট। তার জেরে রোজগারহীন আইনজীবীরাও। তবে খুব গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই অবস্থাতে হাইকোর্টের আইনজীবী এবং কর্মীদের মুখে আশার আলো ফোটাল বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসা একটি নির্দেশিকা। যা দেখে অনেকেই আশা করেছেন, হয়তো শুক্রবার থেকে ধীরে ধীরে খোলার পথে এগোচ্ছে হাইকোর্ট।

Bus dipo | newsfront.co
প্রতীকী চিত্র

কি রয়েছে দক্ষিণবঙ্গের রাজ্য পরিবহণ নিগমের ওই নির্দেশিকাতে? দেখা যাচ্ছে তাতে লেখা রয়েছে, শুক্রবার দুপুর ১২ টা থেকে ১৫ টি সরকারি বাস শুধুমাত্র হাইকোর্টের কর্মী অফিসারদের জন্য বরাদ্দ করা হল। এই বাসগুলি বিভিন্ন এলাকা থেকে হাইকোর্টের কর্মী অফিসার পরিচয় দেখালেই তুলে নেবে এবং পরে ফেরতও দিয়ে আসবে। এই পরিবহণ ব্যবস্থা ততদিন চলবে, যতদিন না স্বাভাবিক রেল চলাচল শুরু হয়।

order letter | newsfront.co

আরও পড়ুনঃ অজানা নম্বর থেকে ২২বার ফোন মুখ্যমন্ত্রীকে! বিরক্ত হয়ে তদন্তের নির্দেশ

দুর্গাপুর এবং বেলঘরিয়ার ডিভিশনার ম্যানেজাররা নিগমের তরফে এই কাজের দায়িত্ব নেবেন। অন্যদিকে, সজল রায় নামে এক ব্যক্তি (যিনি অফিসার অন স্পেশাল ডিউটি অ্যান্ড ট্রাফিক অপারেশন) হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে এই বিষয়টি নিয়ে সমন্বয় রাখবেন। চিঠিতে মেমো নম্বর উল্লেখ করে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরে পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here