মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ
মুম্বইয়ের ধারাভিতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগায় আহত হয়েছেন ১৫ জন। তারমধ্যে পাঁচ জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের সকলকেই লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লাগে মুম্বইয়ের ধারাভির শাহুনগর এলাকায়। খবর পাওয়া মাত্রই ১২ টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন এবং আরও ১০ জনের আহত হওয়ার খবর রয়েছে। তাঁরা সকলেই এইমুহূর্তে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
#UPDATE | A total of 15 people were injured, including 5 seriously injured in the cylinder blast in Dharavi, Mumbai
(Visuals from the spot) pic.twitter.com/BYZLR6k1yk
— ANI (@ANI) August 29, 2021
আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে চোর সন্দেহে ট্রাকের সঙ্গে বেঁধে নৃশংস অত্যাচার করে খুনের অভিযোগ, ধৃত ৫
সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রথমে শাহুনগরের একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল। এরপরই ওই বাড়ির সদস্যরা গ্যাসটিকে বাড়ির বাইরে ফেলে দেয়। যার কারণে আহত হন আশেপাশের বাসিন্দারা। সেইসময় দমকলে খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584