হাশিমপুরা হত‍্যাকান্ডে ১৬ পুলিশকর্মীর যাবজ্জীবন

0
179

ওয়েবডেস্কঃ

হাশিমপুরা হত‍্যাকান্ডে ১৬ পুলিশকর্মীর যাবজ্জীবনের সাজা ঘোষণা করল দিল্লি হাইকোর্ট।

ছবি সৌজন্য-Free Press Journal

ট্রায়াল কোর্টের দেওয়া রায় উল্টে দিল দিল্লি হাইকোর্ট বুধবার ।৪২ জন মুসলিমকে হত‍্যার দায়ে আজ হাইকোর্ট প্রাক্তন ১৬ পুলিশ কর্মীর যাবজ্জীবনের কারাদণ্ড ঘোষণা করে।

জরিনা বানো হারিয়েছিলেন স্বামী-পুত্র।  (ছবি-www.firstpost.com)

৩১ বছর আগে উত্তরপ্রদেশের মিরাটের কাছে হাশিমপুরা এলাকায় সেই হত‍্যাকান্ড ঘটে। দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও বিনোদ গোয়েল দিল্লি তিজ হাজারি ট্রায়াল কোর্টের রায় বদলে দেন। ১৬ জন প্রাক্তন পুলিশ কর্মীকেই (PAC পার্সোনাল) অপরাধ চক্রান্তকারী, খুনি ও প্রমাণ লোপাটকারী হিসাবে গণ্য করে সেই হত‍্যাকান্ডকে
নিরস্ত্র অসহায় মানুষের ‘targeted killing’ অর্থাৎ পূর্ব পরিকল্পিত হত‍্যা বলে উল্লেখ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here