শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আচমকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেড়ে গেল রোগীর মৃত্যুসংখ্যা। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টায় এই হাসপাতালে মৃত্যু হয়েছে ১৬ জন রোগীর। যদিও সকলেই করোনা রোগী নন। কিন্তু অল্প সময়ে অনেক রোগীর মৃত্যু হওয়ায় পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত এক অ্যাসিস্ট্যান্ট সুপারকে। একই সঙ্গে মৃতদেহ সংরক্ষণে কেনা হচ্ছে ৬ টি ফ্রিজারও, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, কলকাতা মেডিকেল কলেজের মর্গে যা ক্ষমতা ছিল, মৃত্যু বেড়ে যাওয়ায় আর মরদেহ রাখার জায়গা নেই। তাই মৃতদেহ রাখার বাড়তি ব্যবস্থা করতে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয় স্বাস্থ্য ভবনকে। আবেদন পাওয়া মাত্রই দ্রুত ৬ টি ফ্রিজার দেহ রাখার জন্য বসানোর কাজ শুরু হয়েছে। যদিও এদের মধ্যে কে করোনা রোগী ছিলেন আর কে সাধারণ জ্বরের রোগী, তা নিয়ে অন্ধকারে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ভাড়া না বাড়ায় সোমবার থেকে রাস্তায় বাস নামাতে নারাজ বেসরকারি বাস সংগঠনগুলি
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর, অ্যানাটমি বিভাগে এই ফ্রিজারগুলি বসানো হচ্ছে।আপাতত সেখানে ৬ টি দেহ রাখা যাবে। মর্গ এবং অ্যানাটমি বিভাগের অন্য জায়গায় মোট ৫টি মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে সোমবার অথবা মঙ্গলবার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১টি মৃতদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে। মৃতদেহ সংরক্ষণ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার পদমর্যাদার এক সুপারকে। মেডিক্যাল কলেজে বর্তমানে দেহ সংরক্ষণের জন্য ৫টি ফ্রিজার রয়েছে। তবে গত শনি ও রবিবার যা ঘটেছে তার পর আর ঝুঁকি নিতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘদিন ধরে হাসপাতালে কন্ট্রাক্ট সংস্থার অধীনে কাজ করা ঠিকা কর্মীদের অনেকেই এত মৃত্যুর ঘটনা দেখে ভয় ওয়ার্ডে রোগীদের কাছে যাচ্ছেন না বা কাজে আসছেন না। পরিস্থিতি সামাল দিতে নগদ টাকা গুনে প্রতিদিন চুক্তিভিত্তিক নতুন নতুন কর্মী নিয়োগ করার কাজ চলছে। সব মিলিয়ে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584