দিল্লির নিজামুদ্দিন এলাকার ১৭৫ জনের করোনা পরীক্ষা,কোয়ারেন্টাইনে ২০০০ জন

0
84

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

দিল্লির নিজামুদ্দিন এলাকার মোট ১৭৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হল দিল্লির বিভিন্ন হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে তারা এক মসজিদের জমায়েতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও সৌদি আরব থেকে আগত  মানুষের সংস্পর্শে এসেছিলেন। যদিও কোনো কিছু এখনও প্রমাণিত হয়নি। সাবধানতা বশতঃ চালানো হচ্ছে এই পরীক্ষা। দক্ষিণ দিল্লির ওই ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় ২ হাজার মানুষকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

ছবি সংগৃহীত

উল্লেখ্য মার্চের মাঝামাঝি সেখানকার বাংলাওয়ালী মসজিদের এক  জমায়েতে  ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরব ফেরত কিছু মানুষ অংশগ্রহণ করেছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সেই জমায়েতে  যোগ দেওয়া অতিথিদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে শ্রীনগরের মারা যান। তিনি শ্রীনগর যাওয়ার আগে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সফর করেছিলেন।অন্ধ প্রদেশের এক আক্রান্ত ব্যক্তির সঙ্গেও ঐদিনের জমায়েতের যোগসূত্র পাওয়া গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here