নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ডালখোলা পুর এলাকায় একদিনে ১৭ জনের শরীরে মিলেছে করোনা পজিটিভ ভাইরাস। আক্রান্তদের প্রত্যেককে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৩০ জুন ডালখোলা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের করোনা আক্রান্ত এক বাসিন্দার মৃত্যু হয় শিলিগুড়িতে। এরপরেই তৎপরতার সঙ্গে ডালখোলায় ২০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরই মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানিয়েছেন, ডালখোলা পুর প্রশাসক সুভাষ গোস্বামী।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে মালদহে এবার পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের
রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও ৩৪৬ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মিলেছে। এরমধ্যে ২৭৬ জন এখনও পর্যন্ত করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯ জন। ২৬ জুন থেকে চালু হওয়া রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত ২২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১০
ডালখোলা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান সুভাষ গোস্বামী বলেন, “করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই পরিস্থিতি মোকাবিলা করতে শহরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সাতদিন দোকান, বাজার বন্ধ রাখার জন্য প্রস্তাব দিয়েছেন৷ আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584