নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একবারে তিন ছক্কা মারল আলিপুরদুয়ার জেলা। একদিনে নতুন ১৮ জন কোভিডে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেল। এই ১৮ নিয়ে আলিপুরদুয়ার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৩৮। জানা গেছে, রবিবার যে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ জন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বাসিন্দা।কালচিনি ব্লকের ৫ জন রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার শহরের রয়েছেন একজন। ফালাকাটা, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকেও নতুন আক্রান্তের হদিশ পাওয়া গেছে।

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলায় এই নিয়ে ৩৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আলিপুরদুয়ার জেলায় আগে করোনা পজিটিভ রোগীর খবর পাওয়া গেলেও একধাক্কায় ১৮ জন পজিটিভ আসায় রীতিমতো চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারবাসীর মনে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584