ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ইরানের মেডিক্যাল ক্লিনিকে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান সূত্রে জানা গেছে যে উত্তর তেহরানের সিনা আতাহার ক্লিনিকের এই গ্যাস দুর্ঘটনায় ১৫ জন মহিলা ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের সংখ্যা একাধিক ও কালো বিশাল আকারের ধোঁয়া ওই ক্লিনিক থেকে নির্গত হচ্ছে। নিকটবর্তী তাজরিস বাজার থেকে লোকজন ছুটে এসে উদ্ধারকার্যে সহযোগিতা করেন।
তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা গৌদারজি জানান যে ওই বিল্ডিংয়ে অবস্থিত মেডিক্যাল গ্যাস ট্যাংক লিক হওয়া থেকেই এই বিস্ফোরণ ঘটে।
কর্তৃপক্ষ প্রথমে ১৩ জনের মৃত্যুর খবর দিলেও, পরে তেহরান ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জালাল মালেক স্থানীয় এক টিভি চ্যানেলকে জানান যে মৃতের সংখ্যা ১৯।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584