নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
সম্প্রতি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। মঙ্গলবার তাদের প্রতি শ্রদ্ধা জানালেন হুগলির সাহাগঞ্জ, গরীব আলমবাগ, ওয়াজিদনগর, কাঁশারীপাড়া এলাকার বাসিন্দারা।
এদিন এলাকাবাসীর উদ্যোগে মোমবাতি হাতে মৌন মিছিল করে শহীদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এলাকার ছোট থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন মিছিলে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এলাকার বিশিষ্টজনরা।
আরও পড়ুনঃ শহীদ শ্যামল দে কে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস
মিছিলের নেতৃত্বে ছিলেন চুঁচুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মনিমা ইয়াসমীন, সুদীপ গুঁই, নজিবুল ইসলাম, সাহেদ আহমেদ সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ মুখার্জী। তিনি বলেন, চিনের বিরুদ্ধে লড়তে গোটা দেশকে একত্রিত হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584