নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের সাক্ষী থাকলেন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের দর্শকরা।প্রথমবারের বার্ষিক অনুষ্ঠানে নজর কাড়লো মেদিনীপুরের অন্যতম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডান্স একাডেমী।রবিবার সন্ধ্যায় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মঞ্চে অনুষ্ঠিত হলো ক্রিয়েটিভ ডান্স একাডেমির প্রথম বর্ষের বার্ষিক অনুষ্ঠান ও শারদ উৎসব।সমবেত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শাস্ত্রীয়নৃত্য,রবীন্দ্র নৃত্য,সৃজনশীল ও লোকআঙ্গিকে নানা ধরনের নৃত্যে নিজেদের নৃত্যশৈলীর মাধ্যমে দর্শকদের হৃদয় জিতলেন সংস্থার শিক্ষার্থীরা।প্রতিটি পরিবেশনা ও পোশাক পরিকল্পনাও ছিলো মনমুগ্ধকর এবং আকর্ষনীয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সুতনুকা পাল, রুদ্রবীণা দাস, সবিতা সাহা , সুতপা আওন প্রধান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা, হায়দার আলি,বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কর্ণধার ও সরকারি আইনজীবি রাজকুমার দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব লক্ষণ চন্দ্র ওঝা,রীণা মহাপাত্র প্রমুখ।
সমস্ত অতিথিদের গোলাপের চারা দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।নৃত্য পরিচালনার পাশাপাশি সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণধার নৃত্যশিল্পী সৈকত মুখার্জী।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মোম চক্রবর্তী।
আরও পড়ুনঃ আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা মধুবাণী’র বার্ষিক অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584