শ্যামল রায় বর্ধমান:
কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের অধীন থেকে সাহেব তলা বিনা নগর থেকে নিখোঁজের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার নিখোঁজের ঘটনা কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও নবদ্বীপ ধাম রেলইস্টেশন জিআরপির কাছে ।লিখিতভাবে নিখোঁজের ডায়েরি করা হয়েছে।
শুক্রবার দুই কিশোরের বাবা সনাতন মর্ম ও খোকন সরেন জানিয়েছেন যেকিষান মূরমূ বয়স 11 ও রাজু সোরেন বয়স 10 । দুজনাই স্থানীয় নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র। গত মঙ্গলবার সকাল বেলা সাহেব তলা হল রেলষ্টেশনের নিকটবর্তী বাজারে দুই কিশোর খেলা করছিল অনেকেই দেখেছে বলে জানা গিয়েছে। তারপরে দুই কিশোর বাড়িতে আর ফিরে যায়নি দুই দিন অতিক্রান্ত হতে চলল দুই কিশোরের খোঁজ মেলেনি বলে শুক্রবার জানিয়েছেন দুই কিশোরের বাবা।
সনাতন মুরমু জানিয়েছেন যে তাদের সাথে এলাকার কোনো মানুষের গন্ডগোল নেই অথচ তাদের সন্তান বিদ্যালয় যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু অনেকেই দেখেছেন তারা ওই রেল ইস্টেশন বাজারে খেলা করছিল কিন্তু তারপর থেকে আর তাদের কোনো হদিস মিলছে না।
দুই কিশোরের নিখোঁজের ঘটনায় গ্রামে আতংকের ছায়া বিরাজ করেছে।
অনেকেই বলছেন যে গরমকালে নাকি তাদের সমস্ত গ্রাম থেকে মাঝেমধ্যেই অনেকের নিখোঁজের ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঐ দুই কিশোরকে অন্য কেউ কোথাও নিয়ে যে বিক্রি করে দেয়নি তো এই প্রশ্ন উঠেছে এলাকার বাসিন্দাদের কাছে।
দুই কিশোরের মা ও বাবা সকলেই চিন্তিত । প্রশ্ন উঠেছে আদৌ কি দুই সন্তানকে তারা ফিরে পাবেন?
স্থানীয় বিদ্যালয় এর 2 ছাত্রের নিখোঁজের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও একটা আতঙ্ক ভাব প্রকাশ পেয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584