নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণের চেয়ে করোনা অতিমারীর ফলে উৎপন্ন পরিস্থিতির জেরে বিশ্বে খাদ্যাভাবে ২ কোটির বেশি মানুষের মৃত্যু হতে চলেছে বলে সমীক্ষায় জানাল অক্সফ্যাম। এই আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘দ্য হাঙ্গার ভাইরাস‘ শিক্ষক রিপোর্টে জানায় যে করোনা প্রাদুর্ভাবের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাহায্যের পরিমাণ কমে যাওয়া, বিপুল বেকারত্ব, খাদ্য উৎপাদন ও খাদ্য সরবরাহ বাধার ফলে বিশ্বজুড়ে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।যার ফলে পৃথিবীজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দেবে।
আফগানিস্তান ইয়েমেন কঙ্গ ভেনেজুয়েলা, সাহেল, ইথিওপিয়া, সুদান, সিরিয়া হাইতির মতো দেশগুলোকে ক্ষুধা হটস্পট হিসাবে দেখানো হয়েছে এই রিপোর্টে। এছাড়াও এই রিপোর্টে মধ্য মানের আয় করা দেশ ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মত দেশগুলোকে ক্ষুধা সূচকের উদীয়মান কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশ-পুরসভা যৌথ উদ্যোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে জারি লকডাউন
অক্সফ্যামের অন্যতম কর্মকর্তা ড্যানি শ্রিসকান্দারজার মতে করোনার চেয়ে আনুষঙ্গিক পরিস্থিতি গুলো কোটি কোটি দরিদ্রকে আরও দারিদ্র্য ও ক্ষুধার মুখে ঠেলে দেবে। তিনি তাই করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সমগ্র পৃথিবীকে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের পরামর্শ দেন।
করোনা লকডাউনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে নিষেধাজ্ঞার ফলে কৃষকরা যেমন ফসল উৎপন্ন করতে পারেনি, তেমনি আবার শ্রমিকের অভাবে ক্ষেতের ফসল নষ্টও হয়ে গেছে। অন্যদিকে বিক্রেতারাও কৃষিজাত পণ্য কিনতে ব্যর্থ হয়েছেন। সবচেয়ে দুরবস্থা নারীপ্রধান পরিবারগুলির।
এই রিপোর্টে বৃটেনের সংসদ প্রীত কৌর মন্তব্য করেছেন যে অতীতেও অতিমারি পরিস্থিতিতে ভারতে কোটি কোটি মানুষ খাদ্যাভাব ও চূড়ান্ত দারিদ্র্যের শিকার হয়েছেন। এবারের করোনা পরিস্থিতি এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584