নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সোমবার সাতসকালে পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। প্রথম ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভেনিউ এলাকার ফ্লাইওভার মোড়ে। লরি এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একজনের। মৃত ব্যক্তি ভুটভুটি’র চালক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ অফিসারেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্তোষ সিংহ (৪০)। তার বাড়ি ইংরেজবাজার থানার মানিকপুর গ্রামে। এদিন সকালে ভুটভুটি বোঝায় করে বয়লার মুরগি নিয়ে মালদা শহরের কয়েকটি বাজারে ফেরি করার জন্য আসছিলেন ওই ব্যক্তি। ফ্লাইওভার মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভুটভুটিতে ধাক্কা মারে । তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ভুটভুটি চালকের।
মৃতের দাদা সুফল সিংহ জানিয়েছেন, তার ভাই প্রতিদিন গ্রাম থেকে বয়লার মুরগির সংগ্রহ করে শহরের বিভিন্ন বিক্রেতাদের কাছে ফেরি করতে যেতেন। এদিনও ভুটভুটি করে সেই বয়লার মুরগি নিয়ে যাচ্ছিলেন । কিন্তু একটি লরি বেপরোয়াভাবে তার ভাইয়ের ভুটভুটি ভ্যানে সরাসরি ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় ।
অন্যদিকে পুরাতন মালদা থানার বাইপাস সংলগ্ন চাকি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাকেশ নবীন দাস (২৮)। তার বাড়ি মালদহ শহরের ফুলবাড়ি এলাকায় । নারায়ণপুর এলাকার টাটা মোটরস্ কোম্পানির অ্যাডভাইজার পদে কর্মরত ছিলেন ওই যুবক। এদিন সকালে মোটরবাইক করে কোম্পানির কাজেই নারায়ণপুরে যাচ্ছিলেন তিনি। চাকি মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের । দুটি ঘটনার ক্ষেত্রেই লরি নিয়ে পলাতক হয়েছে চালক। সংশ্লিষ্ট থানার পুলিশ ঘাতক লরির খোঁজ চালানো শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584