মনিরুল হক, কোচবিহারঃ
দ্রুত গতিতে বাইক চালিয়ে নব নির্মীয়মাণ কালভার্টের নিচে পরে আহত হল ২ যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শীতলকুচি সিতাই রোডের বড়মরিচা এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। পরে তাঁরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম জামিনি বর্মন ও অনন্ত বর্মন। তাদের বাড়ি সিতাই ব্লকের চামটা এলাকায়। শীতলকুচি সিতাই রাস্তা সম্প্রসারনের জন্য ওই এলাকায় রাস্তার একটি কালভার্ট ভেঙে নতুন করে বানানোর কাজ চলছে।
এদিন স্থানীয় দুই যুবক দ্রুতগতিতে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় নির্মীয়মাণ কালভার্টের পাশে থাকা বিকল্পকারী সংযোগ রাস্তায় না গিয়ে সেখান থেকে সোজা নিচে পড়ে যান।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত বেপরোয়া বাইক আরোহী
ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক। তাঁদের চিকিৎসার জন্য রাতেই শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের কোচবিহার সরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584