করোনা মোকাবিলায় রাজ্যগুলির অর্থসংকট মেটাতে উদ্যোগী কেন্দ্র

0
40

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা মোকাবিলায় রাজ্যগুলি যাতে আর্থিক অসুবিধায় না পড়ে সে কারনে বিপর্যয় মোকাবিলা খাতে নির্ধারিত সময়ের একমাস আগে প্রাপ্য বরাদ্দ করল কেন্দ্র। এমনকি, এই অর্থ বরাদ্দ করার আগে গত বছরের বরাদ্দের ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ও খতিয়ে দেখা হয়নি। অর্থাৎ, আগের বছরে বিপর্যয় মোকাবিলা খাতের বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ হয়েছে কিনা, তা না দেখেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

nirmala sitharaman | newsfront.co
ফাইল চিত্র

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলের প্রথম কিস্তির ৮৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। সব রাজ্য এখনই এই অর্থ ব্যবহার করতে পারবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বরাদ্দ অর্থের অর্ধেক অর্থাৎ ৪৪৩৬.৮ কোটি টাকা রাজ্যগুলিকে ব্যবহার করতে হবে শুধুমাত্র করোনা মোকাবিলা খাতে। এই অর্থ দিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট তৈরি করা, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুনঃ ‘ভোটগণনা পিছিয়ে দিলে কি আকাশ ভেঙ্গে পড়বে?’ যোগীরাজ্যে কমিশনকে তিরস্কার শীর্ষ আদালতের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ মেনে নির্ধারিত সময়ের আগে বিপর্যয় মোকাবিলা খাতের এই টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে অর্থ মন্ত্রকের তরফে। রাজ্যগুলির প্রাপ্য এই অর্থ সাধারণত দেওয়া হয় জুন মাসের শুরুতে। এই বছর করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে একমাস আগেই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।

আরও পড়ুনঃ ভয়াবহ আগুন গুজরাতের ভারুচের এক কোভিড হাসপাতালে, মৃত্যু অন্তত ১৯ জন রোগীর

শুধু তাই নয়, আগেরবারের অর্থ কিভাবে ব্যবহার হয়েছে তা খতিয়ে দেখাও হয়নি। সম্প্রতি করোনা ভ্যাক্সিন কেনা প্রসঙ্গে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যগুলিকে কেন কেন্দ্রের থেকে দ্বিগুনের বেশি টাকা গুণতে হবে এনিয়ে সুপ্রিম কোর্টে এ বিষয়ে প্রশ্ন ও তিরস্কারের মুখে পড়েছে কেন্দ্র। তার মাঝে অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্ত কিছুটা চাপ কমালো কেন্দ্রের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here