মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে দুই যুবকের। শিয়ালদহ শাখায় আরও এক মহিলা ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হন। দুটি মর্মান্তিক ঘটনায় শোরগোল পড়ে যায় ট্রেনে। সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার রাতে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝখানে ছিনতাইবাজের হাত থেকে বাঁচতে ট্রেন থেকে পড়ে যান ওই মহিলা। আর এরপরই তাঁর পরিণতি হয় মৃত্যু।
অভিযোগ, দমদম স্টেশনে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন ওই মহিলা। সেখান থেকে নিজের জিনিসপত্র বাঁচাতে গিয়েই দুটি স্টেশনের মাঝে পড়ে গিয়ে জখম হলেন ওই মহিলা।
অন্যদিকে, ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনাটিও ঘটেছে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝখানে। বেলঘড়িয়া সেতুর নীচে আপ ট্রেনে ধাক্কা খান দুই যুবক। সেই ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, ট্রেন আসার খবর হয়ে গিয়েছিল। তা স্বত্ত্বেও ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়েছিল ওই দুই যুবক। তখনই আপ লাইনে ট্রেন আসে এবং তাতেই ধাক্কা খেয়ে মৃত্যু হয় দু’জনের।
আরও পড়ুনঃ আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সদানন্দ বণিক, বয়স ২৬, তিনি পেশায় গাড়ি চালক। অপরজনের নাম রাজু মণ্ডল, বয়স ৩২, তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে শিয়ালদহ শাখার ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। ওই দুই যুবকের মৃত্যু্তে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584