নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গোটা দেশজুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা। প্রায় সব রাজ্যেই জারি হয়েছে বিধিনিষেধ। কর্নাটকে গত দু’মাসে করোনায় আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে ২০-৪৯ বয়সিদের। আইসিইউ বেডের ৩০ শতাংশ বেড প্রয়োজন হচ্ছে অল্প বয়সিদের জন্যই।
করোনার দ্বিতীয় ঢেউ বেশি প্রভাব ফেলছে তরুণ প্রজন্মের ওপরই, মত চিকিৎসকদের। করোনার প্রথম পর্যায়ে খুব কম হারে আক্রান্ত হয়েছিলেন অল্প বয়সিরা। এবার ২০ থেকে ৪৯ বছর বয়সিদের মধ্যে সংক্রমিত হয়েছেন প্রায় ৫ লক্ষ ব্যক্তি, ৩০ থেকে ৩৯ বছর বয়সিদের আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ১০ হাজার। আর ৪০ থেকে ৪৯ বছর বয়সিদের ক্ষেত্রে প্রায় ৪ লক্ষ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারি ঘোষণা কেন্দ্রের, রাজ্যগুলিকে জানাতে হবে যাবতীয় তথ্য
কোভিডের প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির এক সদস্য জানান, ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেওয়ার গতি বাড়াতে হবে তা নাহলে করোনার তৃতীয় ঢেউয়ে এর ফল হবে মারাত্বক। বিশেষজ্ঞদের মতে, কোনোরকম স্বাস্থ্যবিধি অবলম্বন না করা, সোশ্যাল ডিস্টান্সিং না মানা, সঠিকভাবে মাস্ক না পরার জন্যই করোনার দ্বিতীয় ঢেউ এতটা প্রভাবশালী হয়ে উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584