বিশ বছরে ‘বারান্দায় রোদ্দুর’

0
204

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

চড়াইয়ের যাত্রা শুনতে শুনতে ২০ টা বছর পার করে দিল ‘বারান্দায় রোদ্দুর’। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুললে দারোয়ানের বদলে তার হাজার হাজার অনুরাগীকে দেখতে পায় ‘বারান্দায় রোদ্দুর’। বাংলা ব্যান্ড ‘সুরজিৎ ও বন্ধুরা’-র প্রাণপুরুষ সুরজিৎ চ্যাটার্জীর কণ্ঠে এই গানটি সকলের মন জয় করে নিয়েছে।

ছবিঃ প্রতিবেদক

২০টা বছর পেরিয়ে এসে ‘বারান্দায় রোদ্দুর’ আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। পুরনো হলেও নতুন প্রজন্মের কাছে এখনও নবীন ‘বারান্দায় রোদ্দুর’। বিশ বছর উপলক্ষে বেশ কিছু স্মারক আনতে চলেছে ‘সুরজিৎ ও বন্ধুরা’। স্মারকে থাকছে টি-শার্ট, কফি মগ, কোস্টার ও নোটবুক। এগুলির সবই পাওয়া যাবে অনলাইনে।

‘বারান্দায় রোদ্দুর’ টি শার্ট। ছবিঃ প্রতিবেদক

‘এ ফোক স্টোর’ (A Folk Store) এর উদ্যোক্তারা দায়িত্ব নিয়ে এই স্মারকগুলির সমস্ত কাজ করেছে। রবিবার বিকালে ‘সুরজিৎ ও বন্ধুরা’-র অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে টি-শার্টটি। ২৩ নভেম্বর জোড়াসাঁকোয় এপিজে বাংলা সাহিত্য উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে বাকি স্মারকগুলি।

কুড়ি বছর ধরে চকচিক্য বজায় রেখে স্বতেজতার সাথে সাফল্যের শিখরে পৌঁছেছে ‘বারান্দার রোদ্দুর’। এ বিষয়ে ‘বারান্দায় রোদ্দুর’-এর গীতিকার, সুরকার ও গায়ক সুরজিৎ চ্যাটার্জী বলেন, তিনি জীবনে অনেক ধরনের গান তৈরি করেছেন। বেশ কয়েকটি গান জনপ্রিয়ও হয়েছে। তবে ‘বারান্দায় রোদ্দুর’কে তিনি ভগবান বলে মানেন। তাই সেই গানের ২০ বছর উপলক্ষে এতগুলি স্মারকের আয়োজন করতে পেরে খুশি তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here