অতীতে তৃণমূল অধুনা বিজেপি নেতা শুভেন্দুকে গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের দরবারে তৃণমূল

0
56

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সারদা চিটফান্ড কান্ড নিয়ে সম্প্রতি নতুন করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। সারদা কর্তা সুদীপ্ত সেন আদালতে দাবি করেছেন, শুভেন্দু অধিকারী তাঁর থেকে বিপুল পরিমাণ  টাকা নিয়েছেন। আর তার পরেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু অধিকারী, ছবিঃ ফেসবুক 

শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,  এছাড়াও আছেন কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, অর্জুন সিং প্রমুখ। শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে কলকাতা, হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-রা সল্ট লেকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান।

আরও পড়ুনঃ ভারতে ‘রেস্ট্রিক্টেড’ সাংবাদিক রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট

মোটের ওপর স্পষ্ট যে, শুভেন্দুর গ্রেপ্তারির জন্য ধারাবাহিক আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন সারদা কান্ড যখন ঘটে সে সময় তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় দলনেত্রীর খুবই ঘনিষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু। তবে কি এখন তিনি বিজেপি নেতা বলেই এই আন্দোলন!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here