করোনা আতঙ্কের মধ্যে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্ত ২০০

0
51

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

করোনা আবহের মধ্যেই বাঁকুড়া শহরে ডায়েরিয়ার প্রকোপ। শহরের রামপুর-মনোহরতলা এলাকায় ডায়েরিয়াতে আক্রান্ত ২০০-র বেশি মানুষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল রামপুর-মনোহরতলায় পৌঁছে স্থানীয় একটি কমিউনিটি হলে আক্রান্তদের চিকিৎসার কাজ শুরু করেছেন। গুরুতর অসুস্থদের মধ্যে কয়েক জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Diarrhea | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রীতি মেনে বৈশাখ সংক্রান্তিতে ঠাকুরের প্রসাদ হিসেবে ছোলা, মুড়ি ও শসা বিতরণ করা হয়। এলাকার মানুষের ধারনা, সেই প্রসাদ থেকেই কোন কারণে এই ধরণের উপসর্গের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল থেকে এলাকার কয়েক জনের পেট ব্যাথা, বমি, জ্বর ও পায়খানা, এই সব উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় করোনা আক্রান্ত এক পুলিশ কর্মী

পরে সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে বাড়তে প্রায় ২০০-তে পৌঁছায়। এদিন সকালেই ঐ এলাকায় পৌঁছায় স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল। ঘটনাস্থলে পৌঁছে যান বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন, বিধায়ক সম্পা দরিপা ও পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। প্রাথমিক ভাবে স্বাস্থ্য দফতরের অনুমান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here