বহরমপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ২০০ কর্মী

0
43

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

সাংসদ অধীর চৌধুরীর খাস তালুক বহরমপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২০০ জন কর্মী সমর্থক।

বহরমপুরে তৃণমূল কার্যালয়ে আবু তাহের খান হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন ভাকুড়ি ২ ও নওদা পানু অঞ্চলের ২০০ জন কর্মী-সমর্থক। মহকুমা সভাপতি অরিত মজুমদারের নেতৃত্বে কর্মী সমর্থকরা এদিন যোগদান করেন।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল মালদহে

জেলা সভাপতি আবু তাহের খান জানান, ‘এরা কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে লকডাউনে চার মাস ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে, সেই দিকটি লক্ষ্য রেখেই আজকের এই যোগদান বলে জানা যাচ্ছে।

মুর্শিদাবাদ জেলার ২৬টি ব্লকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তৃণমূল কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছে। কিন্তু বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তখন দিল্লিতে বসেছিলেন। এটা বলা যায় মুর্শিদাবাদ জেলায় আর কোন দল থাকবে না। শুধু তৃণমূল কংগ্রেস দল থাকবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here