জরুরি চিকিৎসা পরিষেবার জন্য শহরে নামছে ২০০ স্যানিটাইজ অ্যাপ ক্যাব

0
39

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণের ভয়াবহতার জেরে গোটা শহরেই থমকে গিয়েছে গণ-পরিবহণ। ধীরে ধীরে জরুরি বাস, ট্রেন এমনকি ট্যাক্সি চালু হলেও এখনও অ্যাপ ক্যাব সেভাবে চালু হয়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতার অ্যাপ ক্যাব সংগঠনের উদ্যোগে শহরে চালু হয়ে গেল বিশেষ অ্যাপ ক্যাব পরিষেবা।

App cab | newsfront.co
প্রতীকী চিত্র

অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর গিল্ড সিদ্ধান্ত নিয়েছে, শহরে শুধুমাত্র আপৎকালীন পরিস্থিতিতে মেডিকেল সংক্রান্ত কাজে চালানো হবে ২০০ টি স্যানিটাইজ ক্যাব ট্যাক্সি শহরের রাস্তায় নামানো হবে। বাস ট্যাক্সি চালু হলেও শহরের তরুণ এবং আধুনিক প্রজন্ম এমনকি অনেক বয়স্করাও অ্যাপ ক্যাব ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এদিকে লকডাউন পরিস্থিতিতে কোনও বুকিং না পেয়ে বিপদে পড়েছিলেন অ্যাপ ক্যাব চালকেরাও। অ্যাপ সংস্থার সঙ্গে যুক্ত থাকায় তারা বাইরেও গাড়ি চালাতে পারছিলেন না।

আরও পড়ুনঃ জমানো ভাণ্ডার নিয়ে ঠাকুরপুকুর এস.বি পার্কের পাশে ভাই-বোন

এই অবস্থাতেই আলেচনা করে রাজ্যের অন্যতম বৃহৎ ট্যাক্সি সংগঠন অনলাইন ক্যাব অপারেটর গিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতি থানা এলাকাতেই এই ক্যাব দেওয়া থাকবে। অনলাইন ক্যাব অপারেটর গিল্ড নেতা ইন্দ্রনীল বন্দোপাধ্যায় জানাচ্ছেন, “অনেকেই ডায়ালিসিস, কেমো’র মতে জরুরি কাজে হাসপাতালে যাচ্ছেন। কিন্তু কোনও গাড়ি যাতায়াতের মাধ্যম হিসেবে মিলছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা শুধুমাত্র মেডিকেল কারণে গাড়ি দেব।”

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত গাড়ি যখন লাগবে, তার ৩০ মিনিট আগে ডিটেইলস আমাদের জানাতে হবে। সেই অনুযায়ী আমরা থানার সাথে কথা বলে গাড়ির প্রয়োজনীয়তা জেনে নেব। তারপর আমরা গাড়ি দেব। চালক সহ ৪ জন থাকতে পারবেন গাড়িতে। ভাড়া নেওয়া হবে সাধারণ ট্যাক্সির মতোই।

আপাতত শহরের ৫ পয়েন্ট থেকে মিলবে অ্যাপ ক্যাব। উল্টোডাঙার হাডকো মোড় ও উত্তর কলকাতার শ্যামবাজার। দক্ষিণের বেহালা চৌরাস্তা ও গড়িয়া। মধ্য কলকাতার এক্সাইড মোড় থেকে পাওয়া যাবে এই অ্যাপ ক্যাব।

কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুমে ১০৭৩ নম্বরে ফোন করে এই ক্যাব বুকিং করা যাবে। এর পাশাপাশি যদি মানুষের জরুরি পরিষেবায় শহর থেকে শহরতলি বা অন্যত্র যাওয়ার জন্য ট্যাক্সি প্রয়োজন হয় তার জন্যে ট্যাক্সি দেবে বিটিএ বা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তাঁদের অফিসের জন্য দু’টি জরুরি পরিষেবার জন্য নম্বর ঠিক করা হয়েছে। নম্বর দু’টি হল ৯৮৩১৩৩৪৮২৪৯৩৩৯০৫৩৬০৫

ট্যাক্সি অ্যাসোসিয়েশনের বক্তব্য এই দুই নম্বরে ফোন করলে মিলবে গাড়ি। তবে কেন, কোন জরুরি কাজের জন্য তিনি ট্যাক্সি ভাড়া নিচ্ছেন তা জানাতে হবে। যদি মনে হয় সত্যিই জরুরি কাজে ট্যাক্সি নিচ্ছেন, তাহলেই ট্যাক্সি দেওয়া হবে।

জানা গিয়েছে, গাড়িগুলিকে রাস্তায় নামানোর আগে পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে। চালকের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট যাচাই করা হচ্ছে। এমনকি যাত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেখে নিতে চাইছেন ট্যাক্সি চালকরা। গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার থাকছে গাড়িগুলিতে।

অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দোপাধ্যায় বলেন, ‘আমাদের সবক’টি গাড়ি স্যানিটাইজ করা আছে। ফলে যাত্রীরা স্বচ্ছন্দে এই গাড়িগুলি ব্যবহার করতে পারবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here