নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
আজ ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন। আর সেই উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস পালন করল। করোনা সংকটের জেরে এইবার স্কুলে ঘরোয়া ভাবেই পালিত হল বিদ্যাসাগরের জন্মদিন।
জানা গেছে এই দিনটিতে স্কুল কর্তৃপক্ষ প্রতিবছর মাতৃ দিবস পালন করে থাকে। স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীদের মায়েদের নিয়ে চলে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা, গান-বাজনা। এসবের মধ্যে দিয়েই স্কুলের ছাত্র ছাত্রীর মায়েরা পালন করে মাতৃদিবস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে।
পাশাপাশি স্কুলের শিশু সংসদ নির্বাচিত হয় এই দিনটিতেই। স্কুলের প্রাত্যহিক কাজের সঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক বছর শিশু সংসদ নির্বাচন করেন।
আরও পড়ুনঃ মেদিনীপুরে বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মদিবস উদযাপন
স্কুলে একজন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি বিষয়ের জন্য একটি করে মন্ত্রী শিশুদের মধ্যে থেকেই নির্বাচিত করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই বছর করোনা সংকটের জেরে সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
আগামী বছর এই করোনা সংকট থেকে মুক্তি পাওয়ার পর আবার জাঁকজমক পূর্ণভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করবেন স্কুল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584