নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সকাল ১১ টা থেকেই সংসদে পেশ হবে বাজেট। ২০০৫ সালের পর দীর্ঘ ১৫ বছর বাদে শনিবার সংসদ ভবনে হতে চলেছে বাজেট পেশ। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি এনডিএ-২ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট নিয়ে প্রতিবারের ন্যায় এবারেও আমজনতার মধ্যে উৎসাহ তুমুলে। অনেক অর্থনীতিবিদই বলেছেন, ভারতের অর্থনীতি বিশ্বে মুখ থুবড়ে পড়েছে। আগামী দিনে এই অবস্থার আরও করুণ দশার মুখাপেক্ষী হতে পারে আমজনতাকে। নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় বলেছেন গরীবদের হাতে টাকা না দিলে অর্থনীতির ভিত শক্ত হবে না। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক বলেছে চলতি বছরে ভারতের জিডিপির হার গত ছয় বছরের জিডিপির রেজর্ডের হারের তুলনায় সবচেয়ে কম হবে।
আসুন দেখে নেওয়া যাক, বাজেট পেশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিকঃ
▪ শনিবার সকালে ২৮০ পয়েন্ট নীচে নামল সেনসেক্স
▪নিফটি(ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফিফটি) পড়ল ৮০ পয়েন্ট।
▪শনি-রবিবার স্টক মার্কেট বন্ধ থাকলেও আজ বাজেট পেশের দিন শনিবার পড়ায় খোলা থাকছে স্টক মার্কেট।
▪এটি প্রথম এনডিএ-২ সরকারের পূর্ণাঙ্গ বাজেট।
▪এগারোটায় বাজেট পেশের আগে ১০.১৫ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে।
▪গত বছরের মতো এবারেও চামড়ার ব্রিফিকেসের বদলে থাকবে লাল রঙের কাপড়ে মোড়া বহিখাতা, যা অনেক বেশি ভারতীয় সংস্কৃতির সাথে জড়িয়ে মনে করেন নির্মলা দেবী।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর কথা মাথায় রেখেই এই বাজেট পেশ। সেভাবেই তৈরি হয়েছে বাজেট।
১১ টার মধ্যে শুরু হয়ে যাবে বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ কেন্দ্রের অন্যান্য নেতারা পৌঁছেছেন সংসদ ভবনে। বাজেট দেখার জন্য সরাসরি লোকসভা টিভিতে চোখ রাখা যেতে পারে। লোকসভা টিভির ওয়েবসাইটেও বাজেটের সরাসরি সম্প্রচার হবে। দূরদর্শনের (ডিডি নিউজ) ইউটিউব চ্যানেলেও সরাসরি বাজেট দেখা যাবে।
এছাড়া https://www.indiabudget.gov.in/ ওয়েবসাইটে বাজেটের সম্পূর্ণ কভারেজ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584