গঙ্গারামপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২১ জন করোনা আক্রান্ত

0
15

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে। সোমবার গঙ্গারামপুরের সেফ হোম কোয়ারেন্টাইন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২১ জন। সেফ হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছেন বলে দাবি সুস্থ হয়ে ওঠা রোগীদের।

corona patient | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা প্রশাসন সূত্রে খবর, ৬০ আসন বিশিষ্ট গঙ্গারামপুর স্টেডিয়ামের সেফ হোম কোয়ারেন্টাইনে রোগীদের একাকীত্ব কাটাতে টিভি সহ লুডু, দাবা ইত্যাদি খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়াও উন্নত মানের স্বাস্থ্যসম্মত খাবার সহ প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী আলাদা আলাদা ভাবে রোগীদের দেওয়া হয়েছে সরকারের তরফে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ওই রোগীদের ডিসচার্জ কিট হিসাবে হ্যান্ড গ্লাভস মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুনঃ করোনাযুদ্ধে জয়লাভ ২৩ ইএফআর জওয়ানের

জেলা তথ্য ও তথ্য সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী জানিয়েছেন, এদিন ২১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here