নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

শুক্রবার সৌদি আরবের সাহরজা থেকে বিশেষ বিমানে ফিরলেন ২১৬ জন ভারতীয় নাগরিক। এদিন সকালে তারা বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছোন। ফেরত আসা নাগরিকরা দার্জিলিং কালিম্পঙ, সিকিম ও কলকাতার বাসিন্দা।

এদের মধ্যে অধিকাংশই কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। এর পাশাপাশি কিছু পর্যটকও রয়েছেন। এদিন বিশেষ বিমান বাগডোগরা বিমানবন্দরে নামার পরেই যাত্রীদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বাসে করে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ যুব কংগ্রেসের
এই বিষয়ে জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বলেন, ‘এদিন অধিকাংশ পাহাড়ের বাসিন্দারা সৌদি আরব থেকে ফিরেছেন। কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে আটকে যান।এদেরকে জেলার বিভিন্ন হোটেলে পেয়ড কোয়ারেন্টাইনে রাখা হবে। যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584