নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আজ প্রধানমন্ত্রী বলেন,” সংসদে যে দুটি কৃষি বিল পাশ হয়েছে তার জন্য আমি দেশের কৃষকদের অভিনন্দন জানাচ্ছি। একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজন। যাঁরা এই বিলের বিরোধিতা করছেন, তাঁরা নিজের স্বার্থ দেখছেন, কৃষকদের নয়। তাঁদের হাত থেকে ক্ষমতা চলে যাবে শুধুমাত্র এই কারণে তাঁরা কৃষকদের ভুল পথে চালিত করছেন।”
#WATCH Yesterday, two farm bills were passed in Parliament. I congratulate my farmers. This change in farming sector is the need of the present hour & our govt has brought this reform for farmers. I want to make it clear that these Bills is not against agriculture mandis: PM Modi pic.twitter.com/3GrtOYfXUw
— ANI (@ANI) September 21, 2020
গতকাল এই বিল পাশ হওয়ার সময় নজিরবিহীন প্রতিবাদ প্রত্যক্ষ করে সংসদ কক্ষ। বিরোধীরা একযোগে এই বিলের প্রতিবাদ করেন এমনকি ভেঙে যায় চেয়ারম্যানের মাইকও।
আরও পড়ুনঃ কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক-দোলা সহ ৮ সাংসদ
উত্তর ভারতে কৃষকরা এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন। তাঁদের দাবি কোনরকম কৃষক স্বার্থ রক্ষিত হয়নি। যদিও সরকারের দাবি কৃষকদের ফসল কেনা বেচায় অনেক বেশি স্বাধীনতা এলো এই বিলে, তাঁরা অনেক বেশি দাম পাবেন ফসলের। সরকারের বক্তব্য মানতে নারাজ কৃষকরা এবং বিরোধী দলগুলো। হরিয়ানা ও গোটা পাঞ্জাব উত্তাল হয়েছে কৃষকদের প্রতিবাদে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584