India Covid Update: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের নীচে, একদিনে মৃত্যু বেড়ে ৩৭৮

0
76

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১ জন।

Covid19

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন।

যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here