নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে বিষ মদ সেবনে মৃত্যু হল ২২ জনের। আরও অনেকের অবস্থা সংকটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। এই ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে আলিগড় পুলিশ, গ্রেফতারও করা হয়েছে ৬ জনকে। বরখাস্ত করা হয়েছে জেলার আবগারি আধিকারিককে।
ঘটনা প্রসঙ্গে প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র বেআইনি মদপান করেই মৃত্যু হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, আসল সত্য উঠে আসবে। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাবলিক রিলেশন জানিয়েছেন, মদ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনিল চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে। ডিভিশনাল কমিশনার গৌরব দয়াল জানান, আলিগড়ের তিনটি পুলিশ স্টেশন চত্বরের মধ্যেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু, দিল্লিতে ১০০-র বেশিঃ আইএমএ
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এই বিষ মদপানের ঘটনা ঘটে। আর পরের দিন শুক্রবারই মৃত্যু হয় ১৭ জনের। শনিবার সকালে মৃত্যু হয় আরও ৫ জনের। এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘যেই দোকান থেকে ওই মদ পাওয়া গেছে তা এখনই সিল করা হবে। আর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা হবে মামলা। এছাড়া অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য করবে সরকার ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584