নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বস্তি পেল উত্তর দিনাজপুর ৷ ইসলামপুর থেকে পাঠানো ২২জনের নমুনা পরীক্ষায় ফল মিলল নেগেটিভ৷ রবিবার সকালে সেই রিপোর্ট হাতে পেয়েই স্বস্তির নিঃশ্বাস নিল জেলা স্বাস্থ্য দপ্তর৷ বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছিল৷ তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার এই তথ্য জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ রবীন্দ্রনাথ প্রধান। এই নিয়ে ইসলামপুরের মোট ২৪ জনের রিপোর্ট নেগেটিভ এল। অন্যদিকে এদিন ১৪ জনের লালারসের নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল প্রশাসন জানিয়েছে।
আরও পড়ুনঃ যুব তৃণমূলের উদ্যোগে চালু ‘দাওয়াত এ ইফতার’
আগামী শুক্রবার ২১ জনের লালারসের নমুনার রিপোর্ট আজ আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই ২১ জনের মধ্যে আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্ত ৪ জনের সংস্পর্শে আসা ডালখোলা থানার ১২ জন পুলিশ কর্মীর লালারসের নমুনাও রয়েছে। ১২ জন পুলিশ কর্মী বর্তমানে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায় সরকারি কোয়ারেন্টিনে রয়েছেন। ফলে বর্তমানে মোট ৩৫ জনের পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584