বীরভূমে অকারণে বাড়ি থেকে বেরিয়ে গ্রেফতার ২২৪ জন

0
44

পিয়ালী দাস, বীরভূমঃ

বৃহস্পতিবার মোটের ওপর সার্বিক ভাবে সফল হয়েছে বীরভূমের লকডাউন। সকাল থেকে বীরভূম জুড়ে চলেছে একের পর এক নাকা চেকিং৷ অকারণে বাড়ির বাইরে আসা সাধারণ মানুষদের তৎক্ষণাৎ বাড়ি ফেরত পাঠিয়েছে বীরভূম জেলা পুলিশ৷ লকডাউন অমান্য করার কারণে ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন সমস্ত থানা এলাকায় পুলিশ সক্রিয় ছিল৷ দিনভর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ বাইরে বের হওয়ার সঠিক কারণ যারা দেখাতে পেরেছেন তাদেরকে কোথাও আটকানো হয়নি ৷ এদিন সকাল থেকে বাজার ,মিষ্টির দোকান এমনকি ছোট চায়ের দোকান অবধি বন্ধ ছিল ৷ প্রয়োজনে যারা বাড়ি থেকে বের হয়েছেন তাদের মুখে মাস্ক দেখা গেছে৷

আরও পড়ুনঃ মালদহে করোনায় আক্রান্ত পুলিশের ড্রাইভারেরা, উদ্বেগে প্রশাসন

বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য। আবার বীরভূমের সাঁইথিয়াতে দেখা গেছে অন্য চিত্র ৷ লকডাউন অমান্য করে বেশ কিছু যুবক ঘুরে বেড়াচ্ছিল ৷ সাঁইথিয়া থানার পুলিশ এক সারিতে দাঁড় করিয়ে লকডাউন অমান্যকারীদের লাঠিপেটা করেছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here