চীনে এক সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, আটকে কমপক্ষে ২২ শ্রমিক

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চীনের একটি সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার জেরে ওই খনিতে আটকা পড়েন অন্তত ২২ জন শ্রমিক। এরই মধ্যে তাদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

China Gold mine explosion | newsfront.co

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় রবিবার চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের শিচেং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, উদ্ধারকর্মীরা আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

আরও পড়ুনঃ ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সঙ্গে জড়িত থাকায় ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণটি ভূগর্ভস্থ যোগাযোগ সিগন্যাল সিস্টেমকে ক্ষতিগ্রস্থ করেছে। যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। এই খনিটির মালিক শ্যানডং উকাইলং ইনভেস্টমেন্ট। চীনের খনিগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জন মারা গিয়েছিলেন। মাত্র দু’মাসের মধ্যে এই অঞ্চলের এটি দ্বিতীয় দুর্ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here