রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনৌপচারিক সংস্কৃত শিক্ষন শিবির

0
82

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন ও সমৃদ্ধ ভাষা হল সংস্কৃত। ভারতের প্রাচীন এই ভাষা আজ শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, দেশের বাইরের বিদেশের মাটিতেও আজ চলছে সংস্কৃত ভাষায় পঠন পাঠন। তাই প্রাচীন ঐতিহ্যশালী এই ভাষা সম্পর্কে প্রত্যেকের জ্ঞান থাকা দরকার। তাই পড়ুয়াদের সংস্কৃত বলা ও শেখার জন্য প্রতিবার এর ন্যায় এবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে।

Informal Sanskrit Teaching Camp | newsfront.co
সংবাদচিত্র

আগস্ট মাস থেকেই শুরু হয়েছে এই বিশেষ ক্লাস। ক্লাসে কলেজের ছাত্রছাত্রীদের সংস্কৃতে কথা বলার প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু সংস্কৃত বিভাগের পড়ুয়ারা নন, সংস্কৃত জানতে ইচ্ছুক কলেজের অন্য বিভাগের পড়ুয়া ও শিক্ষকেরাও এই ক্লাসে যোগ দিতে পারবেন বলে কলেজ সূত্রে জানা গিয়েছে।

‘রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান’ বিভিন্ন ক্ষেত্রের ও বিভিন্ন বয়সের ব্যক্তিদের প্রতি লক্ষ্য রেখে বিনা মূল্যে পুস্তক ও প্রমাণ পত্র প্রদান সহ এই অনৌপচারিক সংস্কৃত শিক্ষনের ব্যবস্থা করেছে বলে জানা যায়।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রশান্ত কুমার মহলা বলেন, “শুধু সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরাই নন, সংস্কৃতে কথা বলা শিখতে আগ্রহী অন্য বিভাগের ছাত্রছাত্রী থেকে শিক্ষক – সকলেই ওই ক্লাসে যোগ দিতে পারবেন।”

১৯৪৮ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে পড়াশোনা শুরু হয়। ২০০৫ সালে রায়গঞ্জ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক প্রশান্ত কুমার মহলার হাত ধরে ফিরে আসে সংস্কৃত বিভাগের নতুন রূপ।

আজ শুধু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সংস্কৃতে স্নাতক স্নাতকোত্তর নয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রীরা আজ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে গবেষণাও করছেন।
সত্তর বছরের বেশি পুরনো এই বিভাগ থেকে আজ বহু কৃতী পড়ুয়া পাশ করে বেরিয়েছেন। ভালো নম্বর পেয়ে আজ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা কর্মরত।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক প্রশান্ত কুমার মহলা আরও জানান যে শুধু পড়ুয়া নয়, সংস্কৃত জানাটা অন্যান্য বিষয়ের ছাত্র-শিক্ষক-গবেষকদের কাছেও জরুরি। সেই লক্ষ্যেই বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধিতে তৃণমূল শিক্ষাসেলের ধন্যবাদ জ্ঞাপন মিছিল

বিশেষ ক্লাসে ইতিমধ্যে সাড়াও মিলছে ভালই। ইতিমধ্যেই বহু ছাত্র ছাত্রীরা সংস্কৃত শেখার জন্য ক্লাসে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here